BREAKING

Monday, 21 February 2022

বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যদিয়ে বাউড়িয়ায় তৃণমূল কংগ্রেসে পৌর প্রচার

নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা, উলুবেড়িয়া: আগামী ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের ১০৭ পৌরসভার সঙ্গে উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনও। আর সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে তুঙ্গে প্রচার। প্রচারে পিছিয়ে নেই শাসক থেকে বিরোধী কেউই। আর তারই অঙ্গ হিসাবে সোমবার বিকেলে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে মিছিল করলো তৃণমূল কংগ্রেস।

এদিন উলুবেড়িয়া পৌরসভার-৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল কুমার যাদব ও উলুবেড়িয়া পৌরসভার-৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না সেনের সমর্থনে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা।

এদিন বাউড়িয়ার ভাষাপাড়া থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় হাট বাউড়িয়া থানা ঘাটে। আর এদিনের এই সুসজ্জিত মিছিলে ছিলো বাজনা সহ ভারতীয় লোকশিল্প ছৌ নাচ, রণ পা সহ একাধিক লোক শিল্প। অন্যদিকে এদিনের এই মিছিল থেকে উলুবেড়িয়া পৌরসভার-৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল যাদব বলেন, জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী, মানুষ আমাদের দুহাত দিয়ে আশীর্বাদ করেছে। তাই সমগ্র উলুবেড়িয়া জুড়ে উন্নয়নের খেলা হবে।

অন্যদিকে উলুবেড়িয়া পৌরসভার-৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না সেন বলেন, জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। পাশাপাশি তিনি বলেন, পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষ তাকে দুহাত দিয়ে আশীর্বাদ করেছে। অন্যদিকে তিনি আরও বলেন উন্নয়নের খেলা হবে সমগ্ৰ উলুবেড়িয়া জুড়ে। পাশাপাশি ৩২ টি ওয়ার্ডেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস।

এদিকে এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস নেতা বেণু সেন, তৃণমূল কংগ্রেস নেতা আতিয়ার রহমান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী। পাশাপাশি এদিনের এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।