BREAKING

Tuesday, 22 February 2022

উলুবেড়িয়া পৌরসভার-১২ নম্বর ওয়ার্ডে বিরোধী শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলো বহু কর্মী


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: আর কয়েক দিন পরেই আগামী ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের অন্যান্য পৌরসভার সঙ্গে উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনও। আর সেই নির্বাচনের আগেই ধাক্কা খেল বিরোধী শিবির।

মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার-১২ নম্বর ওয়ার্ডে বিজেপি, সিপিএম, কংগ্রেস ও আইএসএফ ছেড়ে বহু কর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। এদিন উলুবেড়িয়া পৌরসভার এই যোগাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেস হাওড়া গ্রামীণের সহ সভাপতি বেনুকুমার সেন, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জী।

পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার-১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ মেহবুব রহমান। আর এদিনের এই যোগদান কর্মসূচির পূর্বে উলুবেড়িয়া পৌরসভার-১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মেহবুব রহমান বলেন, দল তাকে প্রার্থী করায় তিনি খুব খুশি। পাশাপাশি তিনি বলেন উলুবেড়িয়া পৌরসভার-১২ নম্বর ওয়ার্ডে তার জয় নিশ্চিত।