অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: আগামী ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য পৌরসভার সাথে অনুষ্ঠিত হতে চলেছে উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনও। আর সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে প্রচার তুঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের। প্রচারে পিছিয়ে নেই শাসক থেকে বিরোধী কেউই।
আর তারই অঙ্গ হিসাবে শনিবার উলুবেড়িয়া পৌরসভার-৩ ওয়ার্ডের অন্তর্গত বাউড়িয়ার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারলেন উলুবেড়িয়া পৌরসভার-৩ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৌমেন চরণ। আর এদিন তার এই প্রচারে সামিল হয় রেড ভোলেন্টিয়ার বাউড়িয়া, চেঙ্গাইল ও ফুলেশ্বর গ্রূপের সদস্যরা।
এদিন ওই রেড ভোলেন্টিয়ার গ্রূপের সদস্যরা বাম প্রার্থীর সমর্থনে বাম প্রার্থীর সঙ্গে উলুবেড়িয়া পৌরসভার-৩ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি যান। এদিকে এদিন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বাম প্রার্থী সৌমেন চরণ শোনেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা।
এদিকে সূত্রের খবর, ওই এলাকার মানুষ বাম প্রার্থীকে পেয়ে শোনান গত পাঁচ বছরে তাদের ওই এলাকা সার্বিক না উন্নয়ন না হওয়ার কথা।