নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা, উলুবেড়িয়া : ছাদ থেকে পরে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার আমতায়। জানা গেছে ওই ছাত্রের নাম আনিস খাঁন। বাড়ি আমতার সারদা দক্ষিণ খাঁন পাড়ায়। সূত্রের খবর আনিস খাঁনের এই মৃত্যু নিয়ে ইতিমধ্যে দানা বেঁধেছে রহস্যের।
আনিসের মৃত্যুর পিছনে ইতিমধ্যে অভিযোগ উঠতে শুরু করেছে পুলিশের দিকে। আনিসের পরিবারের পক্ষ থেকে জানা গেছে শুক্রবার রাতে তাদের বাড়ির ছেলে আনিসের খোঁজে আসে দুই পুলিশ ও দুই সিভিক ভোলেন্টিয়ার। তারা নিজেদেরকে আমতা থানার পুলিশ বলে দাবি করেন।
কিন্তু সেই সময় তার পরিবারের পক্ষ থেকে তাদের বলা হয় তাদের ছেলে পাড়ার একটি জলসায় গেছে। আর এর পরে গভীর রাতে বাড়ি ফেরে তাদের ছেলে। আর এর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে ঢোকে ওই চার জন। আর এর কিছুক্ষণ পরেই বাড়ির ছাদ থেকে পড়ে যায় তাদের ছেলে। আর এই নিয়েই তাদের পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয় পুলিশের বিরুদ্ধে। প্রসঙ্গত মৃত ওই ছাত্র বাগনান কলেজে পড়ার সময় থেকেই যুক্ত হয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে। বর্তমানে আনিস আলিয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিল।
পাশাপাশি সূত্র মারফত আরও জানা গেছে সে এনআরসি আন্দোলনেও যুক্ত ছিলো। পাশাপাশি বর্তমানে সে আইএসএফ দলের সঙ্গেও যুক্ত ছিলো বলেও জানা গেছে। এদিকে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।