BREAKING

Friday, 18 February 2022

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভোক সাংবাদিকতা এবং গণজ্ঞাপনের প্রাক্তনীদের বিশেষ সম্মাননা ও নবীন বরণ অনুষ্ঠান


রমিত সরকার, নদীয়া: বৃহস্পতিবার কল্যানী বিশ্ববিদ্যালয় বিভোক সাংবাদিকতা এবং গণজ্ঞাপনের প্রাক্তনীদের বিশেষ সম্মাননা ও নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয় । 
অনুষ্ঠান বিভাগের বর্তমান যষ্ঠ ও তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের দ্বারা গঠিত হয় । 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   ডঃ সুখেন বিশ্বাস , সুরজিৎ বিশ্বাস,ডঃ অর্ঘ্য মুখোপাধ্যায়,  সুবিনিতা পাল, সিম্পা জানা সহ বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা। 
প্রবীনদের উপহার ও ফুল দিয়ে সম্মননা জানায় বর্তমান ছাত্রছাত্রী ও নবীনদের চন্দন ও উপহারের মধ্যে দিয়ে বরন করে নেয় তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা । 
আবৃত্তি, নাচ , গান ও শিক্ষক শিক্ষিকাদের অমুল্য বক্তব্য ভরে উঠেছিল এই দিনটি । 

ওই বিভাগের ষষ্ট সেমিস্টারের ছাত্র সুদীপ্ত দাস জানায় আজ খুবই আনন্দের সঙ্গে দিনটি কাটালেও একটি মন‌ খারাপ থেকে যায় কারন । কালের নিয়মে আমাদের একটি‌ সেমিস্টারের দাদা দিদিদের বিদায় জানাতে হয় । কারন আমারা প্রত্যেকেই পরিবারের ন্যায় থাকি ।
চিত্র গ্রহন: ধীমান ভট্টাচার্য্য ও রমিত সরকার