BREAKING

Thursday, 27 January 2022

Weather Updated : সরস্বতী পুজোর সময় রাজ্য জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: পশ্চিমী ঝঞ্ঝা কেটে রাজ্যে  বৃহস্পতিবার থেকে আবারও নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আর তারই তারই মাঝে আবারও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। আবহাওয়া অফিস থেকে এক পূর্বাভাসে বলা হয়েছে সৃষ্টি হতে পারে এক পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরেই আগামী ৪ ঠা ফেব্রুয়ারি থেকে ৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি পাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে আগামী ৫ ই ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বাগদেবীর আরাধনা। আর তাই আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পূজার দিন রাজ্যের দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা ও হুগলির বেশ কিছু অংশে হতে পারে হালকা থেকে ভারী বৃষ্টিপাত।

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পূজার সময় যদি বৃষ্টি হয়। তাহলে স্বাভাবিক ভাবেই কিছুটা মাটি হতে পারে সরস্বতী পূজার উৎসব। ফলে মুখ ভার হতে পারে বহু তরুণ, তরুণীর।