BREAKING

Friday, 28 January 2022

বেলকুলাই শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রমের পক্ষ থেকে ৭৫ জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র


অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: রাজ্যে জুড়ে চলছে শীতের প্রকোপ। আর সেই শীতের সময় বহু অসহায় মানুষের শরীরে মেলেনা শীত নিবারণের জন্য শীত বস্ত্র। আর সেই সমস্ত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল বেলকুলাই শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রম।
বৃহস্পতিবার তাদের উদ্যোগে ও বেলুড় রামকৃষ্ণ মিশনের সহযোগিতায়। উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের ঘরভাঙ্গা বাসুদেবপুরে বেলকুলাই শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রমের মূল ভবনে অনুষ্ঠিত হয় এই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মিশনের স্বামী প্রবীর মহারাজ। এদিন তিনি মঙ্গল আরুতির মধ্যে দিয়ে শুভ সূচনা করেন এই অনুষ্ঠানের।
পরে তিনি অসহায় মানুষদের হাতে তুলে দেন শীত বস্ত্র। পাশাপাশি এদিন ওই এলাকার ছোট ছোট শিশুদের হাতে আশ্রমের পক্ষ থেকে তুলে দেওয়া হয় নানা ধরনের উপকরণ। তিনি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুলাই শ্রীরামকৃষ্ণ মা সারদা সেবাশ্রমের সাধারণ সম্পাদক দিলীপ সামন্ত সহ সংঘের বহু সদস্য ও সদস্যা বৃন্দ। এদিকে শীতের সময় শীত বস্ত্র হাতে পাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ওই সমস্ত অসহায় মানুষ গুলিও।