BREAKING

Wednesday, 26 January 2022

নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে কৃষ্ণনগরে পালিত হলো ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান


রমিত সরকার, কৃষ্ণনগর: দেশ জুড়ে আজ বুধবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। আর তারই অঙ্গ হিসাবে এদিন নদীয়া জেলার কৃষ্ণনগরে নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও যথাযথ মর্যাদায় পালিত হলো দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।
এদিন  নদীয়া জেলা স্টেডিয়ামে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক শশাঙ্ক শেঠি। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ঈশানী পাল সহ আরো সম্মানীয় ব্যাক্তিবর্গ। তবে করোনা অতিমারির কারণে এবছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মাধ্যমে আয়োজিত হয় প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠান।
এদিকে অন্যান্য বছরের ন্যায় এই বছরও জেলা স্টেডিয়ামে "গাছের আমি গাছের তুমি " নামক একটি প্রদর্শনী আয়োজিত হয়। মূলত একটি ফেসবুক গ্রূপের উদ্যোগে আয়োজিত হয় এই প্রদর্শনী। এদিকে কোভিড বিধির কথা মাথায় রেখে মাস্ক ছাড়া ছিলনা কোন প্রবেশাধিকার।
এদিন  ট্যাবলোর মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে ফুটিয়ে তোলা হয় এই অনুষ্ঠানে। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠান দেখতে স্টেডিয়াম চত্বরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।