BREAKING

Thursday, 2 December 2021

লোকাল ট্রেনের ধাক্কায় আহত হলো রেলের এক গ্যাংম্যান

নিজেস্ব প্রতিনিধি, হাওড়া: লোকাল ট্রেনের ধাক্কায় হাওড়ায় গুরুতর আহত হলো এক গ্যাংম্যান। জানা গেছে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ হাওড়া স্টেশনের কাছে কাজ করার সময় পিছন থেকে ধাক্কা পারে ওই লোকাল ট্রেনটি। আর এঘটনার জেরে তার মাথায় গুরুতর আহত লাগে। পরে তাকে উদ্ধার করে হাওড়া অর্থপেটিক হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় শিয়ালদাহের বিআর সিং হাসপাতালে। জানা গেছে আহত ওই ব্যক্তির নাম ছাবিলা যাদব বয়স আনুমানিক ৫৬ বছর। তার বাড়ি হাওড়ার বনবিহারি লেনের ঝিল পারে বলে জানা গেছে।