BREAKING

Thursday, 2 December 2021

আসছে ঘূর্ণিঝড় "জাওয়াদ", কি অবস্থায় থাকবে বাংলা

নিজস্ব প্রতিবেদন : শীতের শুরুতেই ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।  সৌদি আরব এবার এই ঝড়ের নামকরণ  করেছে। বাংলায় সবে মাত্র শীত পড়তে শুরু করেছে কিছুদিন হলো। আর এর মাঝেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। 
আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, খুব তা শীঘ্রই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে  আছড়ে পডতে চলেছে ওড়িশা, অন্ধ্র উপকূলে। এদিকে অন্ধপ্রদেশ আর ওড়িশার উপর দিয়েই যাবে বলে মনে করছে হাওয়া অফিস। এই ঘূর্ণবাত  বঙ্গোপসাগরের উপর দীর্ঘ পথ অতিক্রম করে পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে।

যা অন্ধপ্রদেশের ওপর আগামী ২৪ ঘণ্টায় আছড়ে পড়তে পারে প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বেগে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত শুরু হবে বৃহস্পতিবার থেকেই।  শুক্রবার প্রায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্র উপকূলীয় এলাকায়। শনিবার এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে প্রায় ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় বলে জানিয়েছে মৌসুম ভবন। 

এদিকে পশ্চিমবঙ্গে এই ঝড়ের সরাসরি প্রভাব তেমন না  পড়লেও। রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।  কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলায় গুলিতে  মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ওড়িশার কয়েকটি জেলাতে অতিভারী বৃষ্টিপাত হবে বলে হাওয়া অফিসের ধারণা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই।