BREAKING

Wednesday, 9 November 2022

Accident:সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত তিন


নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাবার সময় ১৬ নম্বর জাতীয় সড়কের নিমদিঘিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো তিন জনের। এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের নিমদিঘির কাছে। জানা গেছে এদিন সকালে উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের জোয়ারগরির বাসিন্দা দ্বীপ মন্ডল তার স্ত্রী পাপিয়া মন্ডল আড়াই বছরের ছোট্ট ছেলে পৃথীস মন্ডল ও ভাইঝি বিদিশা মন্ডল বাইকে করে বাউড়িয়ার কেটুয়াপোলে এক শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে।

আর এর পরেই ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়ার নিমদিঘির কাছে জাতীয় সড়কের উপর অটো দাঁড়িয়ে থাকার ফলে তারা ওই অটোটিকে পাস দিতে যায়। আর ঠিক তখনি একটি দ্রুতগতির ডাম্পার তাদের ধাক্কা মারে। আর সেই ঘটনায় জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে বাইক আরোহীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পাশাপাশি দুর্ঘটনায় আহত দ্বীপ মন্ডলকে প্রথমে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে তাকে সেখান থেকে চিকিৎসকেরা স্থানান্তরিত করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।

এদিকে এঘটনার প্রতিবাদে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ গুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। এদিকে স্থানীয়দের অভিযোগ ১৬ নম্বর জাতীয় সড়কে পুলিশের চোখের সামনেই চলছে এই বেআইনি অটো। যত্রতত্র চলছে জাতীয় সড়কের উপর অটো পার্কিং। আর তার জেরেই এদিনের এই মর্মান্তিক পরিণতি। যদিও পুলিশের সামনে কিভাবে জাতীয় সড়কে অটো পার্কিং চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন।