নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: বুধবার উলুবেড়িয়ার নিমদিঘিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই শিশুসহ এক মহিলার। মৃত ব্যক্তিরা প্রত্যেকেই জোয়ারগড়ির বাসিন্দা ছিলো। সেই ঘটনার পর বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ আবারও ১৬ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনার মৃত্যু হল ওই একই গ্রামের এক যুবকের।
জানা যাচ্ছে ১৬ নম্বর জাতীয় সড়কের কুলগাছিয়া শ্রীকৃষ্ণপুরের কাছে বাইকের ধাক্কায় মৃত এক আহত দুই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাদের এক জনকে মৃত বলে ঘোষণা করে। দুজনের অবস্হা গুরুতর। মৃত যুবকের নাম ইন্দ্রনীল কারক। তার বাড়ি রাজাপুর থানার জোয়াড়গোড়ি এলাকায় বলে জানা গেছে।
সূত্র মারফৎ আরো জানা যায় হাওড়া মুখী লেন দিয়ে এক অটোতে পাঁচ বন্ধু মিলে উলুবেড়িয়ার দিকে আসছিল। সেই সময় কুলগাছিয়া শ্রীকৃষ্ণপুরের কাছে অটো থামিয়ে তিন বন্ধু রাস্তায় নামে তখনই ওই লেন দিয়ে একটি বাইক এসে তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ইন্দ্রনীল কারকের। তার বয়স ২৫ বছর বলে জানা গেছে। গুরুতর আহত হয় বাইকে থাকা দুজন। আহত দুই ব্যক্তির বাড়ি হাওড়ার শিবপুর এলাকায় বলে জানা গেছে। এই ঘটনার খবর গ্রামে পৌঁছেতে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া ।কারণ বুধবারই ওই গ্রামেতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই শিশুসহ এক মহিলার ।তারপর আজকের এই ঘটনা স্বভাবতই ইন্দ্রনীলের বন্ধু বান্ধব থেকে পরিবার স্থম্ভিত।