BREAKING

Sunday, 13 November 2022

বাড়ি নির্মাণের সময় বাউড়িয়ায় উদ্ধার প্রাচীন মূর্তি ও স্বর্ণ মুদ্রা, তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে


অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: বাড়ি তৈরি করতে গিয়ে বাউড়িয়ায় পাওয়া গেল প্রাচীন মুদ্রা ও প্রাচীন অষ্ট ধাতুর লক্ষী মূর্তি। জানা গেছে উলুবেড়িয়া পৌরসভার-৫ নম্বর ওয়ার্ডের বাউড়িয়ার ভাষাপাড়ার বাসিন্দা রবিন হাজরা তার বাড়ি তৈরির জন্য মাস ছয়েক আগে খনন করে। ঠিক সেই সময় তিনি সেখান থেকে পান একটি মুদ্রা ও একটি অষ্ট ধাতুর লক্ষী মূর্তি। পরে তিনি তা গত দিন পনেরো আগে জানান ওই এলাকার বাসিন্দা আলোক কুমার শ্রীবাস্তবকে। পরে রবিন বাবু ওই মুদ্রাটি নিয়ে যায় স্থানীয় এক সোনার দোকানে। এবং সেখান থেকে তিনি জানতে পারে উদ্ধার হওয়া মুদ্রাটি আসলে সোনার। পাশাপাশি মুদ্রার এক দিকে যেমন সাল হিসাবে খোদিত রয়েছে ১৮১৮ সাল সাথে ব্রিটিশ কারেন্সি। আর অন্যদিকে খোদাই করা আছে রাম, লক্ষণ, সীতার মূর্তি।

এদিকে রবিন বাবু একদা কাজ করতেন বাউড়িয়া কটন মিলে, কিন্তু মিল বন্ধ হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে বাউড়িয়া ফোর্টগ্লাসটার বাজারে বিক্রি করছে প্লাস্টিকের সামগ্রী। আর এই মুদ্রা নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই মুদ্রা ও মূর্তিটি তিনি তার বাড়ি নির্মাণের সময় পেয়েছেন। আর তা পাওয়ার পরেই তিনি বন্ধ রেখেছে সেই কাজ। 

এদিকে ইতিহাস থেকে জানা যায় ব্রিটিশ সরকারের সময় দেশে রৌপ্য মুদ্রা চালুর আগে তারা চালু করেছিল স্বর্ণ মুদ্রা। কিন্তু পরবর্তীতে তা ভারতে বন্ধ করে দিয়ে ব্রিটিশ সরকার চালু করেছিল রূপর মুদ্রা। এদিকে রবিন হাজরার বাড়ি থেকে উদ্ধার হওয়া স্বার্ন মুদ্রাটির বর্তমান বয়স ২০৪ বছর। তিনি বলেন, যেহেতু মুদ্রায় রাম, সীতার ছবি খোদিত রয়েছে তাই তিনি এই মূর্তিটি তুলে দিতে চান উত্তরপ্রদেশের রাম মন্দির কর্তৃপক্ষ বা দেশের প্রধানমন্ত্রীর হাতে। এখন দেখার তার এই ইচ্ছা কতটা পূরণ করে সংশ্লিষ্ট দপ্তর