BREAKING

Thursday, 2 December 2021

আসানসোলের ৩৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিজেপির ই-শ্রম শিবির

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: দেশের অসংঘটিত শ্রমিকদের জন্য ই শ্রম পরিসেবা চালু করেছে কেন্দ্রীয় সরকার। যে কার্ডের মাধ্যমে একাধিক সুযোগ সুবিধা পাবে দেশের অসংঘটিত শ্রমিকরা। আর বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের অন্তর্গত-৩৮  নং ওয়ার্ডের কালিপাহাড়ি এলাকায়। বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো ই শ্রম কার্ড তৈরীর এক শিবির। আর এদিন এই ই শ্রম কার্ড শিবিরের সূচনা করেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর এদিনের এই শিবির থেকে ১০০ জন মানুষের ই শ্রম কার্ড তৈরীর জন্য নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
আর এদিনের এই শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি, এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর এই শিবির প্রসঙ্গেই এদিন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, ই শ্রম কার্ডের ফলে মানুষেরা কেন্দ্রীয় সরকারের যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। শুধু তাই এই শিবিরের আয়োজন করার জন্য তিনি স্থানীয় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদও জানান।