রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর গত ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে চালু হয়েছে স্কুল কলেজ। আর স্কুল কলেজ চালু হলেও বহু ছাত্র ছাত্রী হচ্ছেনা স্কুল মুখী। আর তাই স্কুলে আসার জন্য ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে স্কুলের শিক্ষকেরা মাইক হাতে গ্রামে গ্রামে প্রচার চালাছেন। শুক্রবার এমনি দৃশ্য দেখা গেছে আসানসোলের বারাবনিতে। যেখানে স্থানীয় কেলেজোড়া হাই স্কুলের শিক্ষকেরা মাইক হাতে প্রচার করছেন যাতে সকল ছাত্ররা স্কুলে আসে। আর স্কুলে আসার অনুরোধ নিয়ে গ্রামে গ্রামে প্রচার করছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুলের বাকি সহকারী শিক্ষকেরাও। মূলত তাদের প্রচার করার কারণ আগামী ১৬ থেকে স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। যাতে কোনো ছাত্র ছাত্রী এই পরীক্ষার থেকে বাদ না পড়ে যায় সেই কারণে এই প্রচার বলে জানা গেছে।
আর এদিনের এই প্রচারের মাধ্যমে তারা আরও জানান যে গত ১৬ ই নভেম্বর থেকে নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে স্কুল খোলা সত্ত্বেও ছাত্ররা স্কুলে আসছে না। সেই কারণেই এমন উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষক মৃণাল জ্যোতি গাঙ্গুলী। প্রচারের মাধ্যমে আরো জানাচ্ছেন যে ডিসেম্বর মাসের ২১ তারিখ ও ২৪ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলআপ হবে। তাই অভিভাবকদের কাছে অনুরোধ করোনা কালে স্কুল কিছুদিন বন্ধ হয়েছিল ঠিকই কিন্তু কোন ছাত্র যাতে পড়াশোনা না ছেড়ে দেয় সেই কারণে তারা গ্রামে গ্রামে প্রচার করছেন। পাশাপাশি শিক্ষকেরা অভিভাবকদের কাছে অনুরোধ রাখেন যে তারা যেন সকলেই তাদের ছেলেদেরকে স্কুলে পাঠান। কারণ তাদের এখন ভবিষ্যৎ তৈরি করার সুযোগ। তাই তারা যাতে সকলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারই আবেদন জানানো হয় এদিন শিক্ষকদের পক্ষ থেকে।