নিজেস্ব প্রতিবেদন: দেশ জুড়ে শুক্রবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর তারই অঙ্গ হিসাবে এদিন আসানসোলে প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমের উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র ও ছাত্রী সহ অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা দের নিয়ে অনুষ্ঠিত হয় এক শোভাযাত্রা। এদিন আসানসোল রবীন্দ্রভবনের সামনে থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। আর এদিনের এই শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন আসানসোল পৌরনিগমের পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জী। পাশাপাশি এদিনের এই শোভাযাত্রায় তিনি নিজেও পা মেলায়। আর এদিনের এই শোভাযাত্রায় যে সমস্ত প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা হাঁটাচলা করতে পারেনা তাঁদের হুয়েলচেয়ার ঠেলতে দেখাযায় অমরনাথ চ্যাটার্জীকে।
একই সাথে এদিনের এই অনুষ্ঠান থেকে পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জী বলেন, আমরা আনন্দ ও বেদনার সাথে এই প্রতিবন্ধী দিবস দিনটিকে পালন করি। এই সমস্ত মানুষদের দ্বারা অনেক মানুষ উপকৃত হয়। পাশাপাশি তিনি আরো বলেন, আজ ক্ষুদিরাম বসুর জন্মদিন তাই এই দিনটি কে শহীদ দিবস হিসাবে পালন করার আবেদন জানান তিনি।