BREAKING

Tuesday, 30 November 2021

বঙ্গোপসাগরে সৃষ্টি নতুন নিম্নচাপ, যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, সতর্কতা জারি বেশকিছু রাজ্যে

ডেস্ক রিপোর্ট:- পর পর নিম্নচাপের হাত ধরে এবছর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। যার জেরে প্লাবিত হয়েছিল বেশকিছু জেলাও। আবারও নতুন ভাবে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিলো হওয়া অফিস।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যা ক্রমশ শক্তি সঞ্চয় করছে। যা আগামী ডিসেম্বর মাস নাগাদ সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ে। দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই নিম্নচাপটির। যেটি শেষ পর্যন্ত শক্তি বৃদ্ধি করে পরিণত হতে পারে ঘর্ণিঝড়ে। আর যার প্রভাব ৩০ শে নভেম্বর থেকে ২ রা ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ওড়িশা, অন্ধ্র উপকূলে।

এদিকে আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে ২৯ শে নভেম্বর আন্দামান ও বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি নিম্নচাপ। যা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যার প্রভাব পড়তে পারে ওড়িশা, অন্ধপ্রদেশ। যার প্রভাব পড়বে বাংলাতেও। আর এর জেরেই ৩০ শে নভেম্বর থেকে আগামী ১ লা ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আন্দামান, নিকোবরের বিভিন্ন স্থানে।
এদিকে আইএমডির পক্ষ থেকে এক টুইট করে জানানো হয়েছে। ২৯ শে নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে। ৩০ শে নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের উপর একটানা ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস বইতে পারে।