BREAKING

Friday, 21 October 2022

টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা: টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উপর বৃহস্পতিবার মধ্য রাতে পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে শুক্রবার রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ ও অবরোধে সামিল হয় রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা। আর তারই অঙ্গ হিসাবে শুক্রবার গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ  ও পথ অবরোধে সামিল হয় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। এদিন ১৬ নম্বর জাতীয় সড়কের মনসাতলায় জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা। যেখানে জাতীয় সড়ক অবরোধে নেতৃত্ব দেন বিজেপি হাওড়া গ্রামীণের সভাপতি অরুণ উদয় পালচৌধুরী ছাড়াও হাওড়া গ্রামীণের একাধিক বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রাথীদের উপর হামলার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে উলুবেড়িয়ার মৌবেসিয়ায় প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধে সামিল হয় এস এফ আই ও ডিওয়াইএফআই কর্মীরা। পাশাপাশি উলুবেড়িয়া শহরের প্রাণ কেন্দ্র উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে অবরোধে সামিল হয় বাম ছাত্র, যুব কর্মীরা অন্যদিকে এসএফআই ও ডিওয়াইএফআই উলুবেড়িয়া-২ ব্লক এরিয়া কমিটির পক্ষ থেকে উলুবেড়িয়ার নিমতলায় উলুবেড়িয়া আমতা রাজ্য সড়ক অবরোধ করে তারা।

পাশাপাশি করে একটি প্রতিবাদ বিক্ষোভ সভাও। অন্যদিকে বাউড়িয়ার ফোর্টগ্লাসটারে প্রতিবাদ সভায় সামিল হয় ছাত্র, যুব কর্মীরা। পাশাপাশি পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও। সামিল হয় প্রতিবাদ সভায়। যে সভা থেকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান তারা।