BREAKING

Saturday, 22 October 2022

বাউড়িয়ায় চলন্ত ট্রেনের সামনে থেকে রক্ষা পেল ব্যাক্তি

নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: ট্রেন লাইন পারাপার করতে গিয়ে আবারও দুর্ঘটনার হাত থেকে বাঁচলো এক ব্যাক্তি। এমনি ঘটনা ঘটেছে শনিবার বিকাল ৫ টা নাগত দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার বাউড়িয়া স্টেশন সংলগ্ন ডাউন লাইনে। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী জানা যায় এদিন বিকালে এক ব্যাক্তি তার নাতিকে নিয়ে রেল লাইনের উপর দিয়ে সাইকেল চাগিয়ে পারাপার করছিলেন। ঠিক সেই সময় ডাউন লাইনে চলে আসে ডাউন পাসকুরা হাওড়া লোকাল। আর তা দেখে ওই ব্যক্তি রেল লাইনের উপর সাইকেল ফেলে চম্পট দেয় নাতিকে নিয়ে। আর এর পরেই ডাউন লাইনে থাকা লোকাল ট্রেনটি ওই ট্রেনটিকে প্রায় কয়েক শো মিটার রেল লাইনে ঘোষরাতে ঘোষতারাতে নিয়ে যায়। পরে ওই ট্রেনটির চালকের তৎপরতায় তিনি ট্রেনটিকে থামিয়ে লাইন থেকে সরিয়ে দেয় সাইকেলটি। আপাতত ওই ব্যক্তির খোঁজ পাওয়া না গেলেও সাইকেলটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে যায়।