ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: ওড়িশা অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। আর তারই মাঝে আগামীকাল পূর্ণিমা। নিম্নচাপ ও পূর্ণিমার জোড়া ফলায় আগামীকাল রাজ্যের উপকূলে জারি হল সতর্কতা। জানা যাচ্ছে ভরা কোটালের জেরে ঝড়ের লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে।
আগামীকাল বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, সুন্দরবন ও নদিয়ায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে আগামী দুই দিন এই জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হওয়া অফিসের পক্ষ থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে। পাশাপাশি পূর্ণিমার ভরা কোটালের জেরে নদী গুলিতে বাড়তে পারে জলস্তর। আর তাই হাওয়া অফিসের তরফে আগেভাগেই সতর্ক করা হয়েছে এই সমস্ত জেলা গুলিকে।