ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: ইতিহাস সর্বদা অমর। এই ২২ জুলাই, বিশ্বের অন্যতম সুন্দরী তথা ভারতের জাতীয় পতাকার জন্মদিন। ভারতীয় গণপরিষদ ১৯৪৭ সালের ২২ শে জুলাই, তেরঙ্গাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়। আমরা পাই আমাদের দেশের জাতীয় পতাকাকে।
'অজানা বাংলার' পক্ষ থেকে সকলকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।