BREAKING

Tuesday, 26 July 2022

এবার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতিকে তলব করলো ইডি

ডেস্ক রিপোর্ট: এবার ইডির তরফে হাজিরার নির্দেশ দেওয়া হলো প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। জানা যাচ্ছে আগামীকাল, বুধবার বেলা ১২ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডি-র তরফে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। সূত্রের খবর প্রাথমিক টেট দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত গত ২২ জুলাই তল্লাশি অভিযান চালানো হয়েছিল তার বাড়িতেও। সেখান থেকে সেই সময় সেখান থেকে একাধিক নথি উদ্ধার হয় বলেও জানা গেছে। আর এর পরেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতিকে তলব করা হল বলে খবর।