BREAKING

Wednesday, 27 July 2022

উদয়নারায়ণপুরের বেলগ্রামে গ্রামবাসীদের চেষ্টায় প্রাণ বাঁচলো কচ্ছপের


ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়নপুর থানার অন্তর্গত বেলগ্রামের গ্রামবাসীদের চেষ্টায় জীবন ফিরে পেল একটি বড় মাপের কচ্ছপ। জানা গেছে ওই এলাকার স্থানীয় বাসিন্দা বনমালী মালিক প্রথম দেখতে পান কচ্ছপটিকে। পরে তিনি ওই কচ্ছপটিকে সযত্নে তার বাড়িতে এনে সুরক্ষিত ভাবে রাখে।

এদিকে আজ বুধবার বনমালী বাবু ও এলাকার বাসিন্দারা খবর দেন  শিক্ষক তথা পরিবেশকর্মী কুমার কৃষ্ণ মুখার্জিকে। পরে তারা কুমার কৃষ্ণ মুখার্জীর হাতে তুলে দেয় ওই কচ্ছপ টিকে। এদিকে কচ্ছপটিকে উদ্ধার করে পরিবেশ কর্মী কুমার কৃষ্ণ মুখার্জী জানান কচ্ছপটির পেটের দিকে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ভালো করে পর্যবেক্ষণ করে তার চিকিৎসা করার পর ওই কচ্ছপটিকে পরিবেশে মুক্ত করা হবে।

এদিকে উদ্ধার হওয়া কচ্ছপটিকে পরিবেশ কর্মীর হাতে তুলে দিতে পাড়ায় খুশি বেলগ্রামের বাসিন্দারা