BREAKING

Thursday, 28 July 2022

শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে আধুনিক টয়লেটের শুভ উদ্বোধন


নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা: Wash institute and redington foundation এর কোলাবরেশানে ও উলুবেড়িয়া পৌরসভার সহযোগিতায় বৃহস্পতিবার বাউড়িয়ার শ্যামসুন্দর বালিকা বিদ্যালয় (হাই) তে শুভ উদ্বোধন হলো আধনিক টয়লেটের। আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবযানী মুখোপাধ্যায়।

পাশাপাশি উপস্থিত ছিলেন ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী কৌশিক দাস, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার-৮ নম্বর ওয়ার্ডের বর্তমানপৌরমাতা বীনা প্রামানিক। পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুলের সহকারি শিক্ষিকা টিচিং ও ননটিচিং কর্মচারী ও অভিভাবক অভিভাবিকারা।

এদিকে স্কুলে আধুনিক মানের টয়লেট তৈরি হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ওই স্কুলের অভিভাবক, অভিভাবিকা থেকে স্কুলের ছাত্রীরাও