BREAKING

Tuesday, 30 November 2021

উলুবেড়িয়ার বানিবন গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া বিজেপির

নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: বিরোধী শিবিরের ডাকা অনাস্থা প্রস্তাবের জেরে বাণীবন গ্রাম পঞ্চায়েত হাত ছাড় হলো বিজেপির। জানা গেছে উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের বানিবন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল বিরোধীরা। আর তার জেরেই মঙ্গলবার অনাস্থা ভোট হয় বানিবন গ্রাম পঞ্চায়েতে। আর সেই ভোটের মাধ্যমেই বিজেপির হাত ছাড়া হয় বানিবন গ্রাম পঞ্চায়েত। সূত্রের খবর এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষে ১৫ জন সদস্য ও বিজেপির পক্ষে পঞ্চায়েতের ৯ জন সদস্য ভোট দেন। এদিকে ভোটা ভুটির জেরে এদিন সকাল থেকেই বানিবন গ্রাম পঞ্চায়েতের সামনে করা নিরাপত্তা ব্যাবস্থায় মুড়ে ফেলা হয় রাজাপুর থানার পক্ষ থেকে।