রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনার হাত থেকে রেহাই পেতে করোনা প্রতিরোধক ভ্যাকসিনের উপরেই জোর দিয়েছে বিশেষজ্ঞরা। কিন্তু সেই ভ্যাকসিন সম্বন্ধে বিভিন্ন গুজবের ফলে গ্রামবাসীদের মনে নানারকম ভয় ডুকেছে ভ্যাকসিন নিয়ে। আর তার জেরেই গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে ভ্যাকসিন নিতে অনীহা। আর তাই গ্রামবাসীদের মনে ভ্যাকসিনের ভয় দূর করতে আসরে নামলেন আসানসোলের এক বেসরকারি কলেজিয়াট স্কুলের অধ্যাপিকা প্রিয়াংশ সামন্ত। জানা গেছে সোমবার সকালে আসানসোলের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে উপস্থিত হয়ে গ্রামবাসীদের বোঝাবার চেষ্টা করেন তিনি। তিনি গ্রামবাসীদের বলেন ভ্যাকসিন নিয়ে অনেকের জ্বর আসার খবরে ভয় পাবার কিছু নাই। বিভিন্ন ব্যাক্তির বিভিন্ন রকম উপসর্গ আসতে পারে। পাশাপাশি তিনি বলেন ভ্যাকসিন নেবার পর কেউ যে আর করোনা আক্রান্ত হবে না এটা সত্যি নয়। বরণ ভ্যাকসিন নেওয়া থাকলে করোনার জেরে মারাত্মক কিছু হবে না। পাশাপাশি ভ্যাকসিন নিলেও প্রত্যেককে মাস্ক এবং বারবার হাত ধূতে হবে। বা স্যেনেটাইজার দিয়ে বার বার হাত পরিস্কার করতে হবে। করোনা ভাইরাস সম্পূর্ণ বিলুপ্ত না হওয়া পর্যন্ত। অন্যদিকে এবিষয়ে এদিন পাঁচগাছিয়া পঞ্চায়েতের প্রধান জানান এস সি, এস টি পাড়া এবং মাইনরিটি পাড়াতে ভ্যাকসিন নিয়ে ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাই পঞ্চায়েত থেকে স্বাস্থ্য শিবির করে গ্রামবাসীদের বোঝানো হবে যাতে তারা ভ্যাকসিন নিয়ে কোন গুজবে কান না দেয়। নিজেদের সুস্থ থাকতে হলে প্রত্যেকে ভ্যাকসিন নিতে হবে।
Tuesday, 30 November 2021
Home
/
West Bardhaman
/
করোনা ভ্যাকসিন নেবার আহ্বান জানিয়ে আসানসোলের পাঁচগাছিয়ায় পথে নামলো বেসরকারি স্কুলের শিক্ষিকা
করোনা ভ্যাকসিন নেবার আহ্বান জানিয়ে আসানসোলের পাঁচগাছিয়ায় পথে নামলো বেসরকারি স্কুলের শিক্ষিকা
Tags
# West Bardhaman

About Ajana Bangla
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
West Bardhaman
Labels:
West Bardhaman