BREAKING

Tuesday, 30 November 2021

নবদ্বীপে সদস্য সংগ্রহ করলো এসএফআই কর্মীরা

নিজেস্ব সংবাদদাতা, নদীয়া: রাজ্যে বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে বামেরা। আর এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মের কাঁধে ভোর দিয়েই ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা। আর বামেদের সেই তরুণ সমাজকেই মঙ্গলবার চোখে পড়লো নদীয়ার নবদ্বীপে। এদিন বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা তাদের সংগঠনের সদস্য সংগ্রহ করলো নবদ্বীপ পৌরসভার অন্তর্গত-২৩ নম্বর ওয়ার্ডে। এদিন তারা ওই এলাকার ছাত্র ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের থেকে সদস্য সংগ্রহ করে। কথা বলেন ছাত্র ছাত্রীদের সঙ্গে। শোনেন তাদের নানা সমস্যার কথা।