BREAKING

Tuesday, 30 November 2021

আসানসোলের কল্যানেশ্বরী পি এইচ ই দপ্তরের লেগ সাইডের (লেগুন) জলাশয়ের মধ্যে পড়ে রয়েছে মৃত গবাধি পশু

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্য সরকারের কল্যানেশ্বরী পি.এইচ.ই দপ্তরের লেগ সাইডের(লেগুন) জলের মধ্যে পড়ে রয়েছে একটি মৃত গবাদি পশু। আর তার জেরেই দূষিত হয়ে যাচ্ছে জল। আর সেই জল গিয়ে মিলছে বরাকর নদীতে। প্রসঙ্গত ওই পি.এইচ.ই দপ্তরে ফিল্টার হয়ে যাওয়ার পর ওয়েস্টেজ হয়ে সেই জল জমা হয় দপ্তরের ঠিক লেগ সাইডে লেগুনে। আর এই জলই  বছর কয়েক আগে ফিল্টার করে পানীয় জলের কাজে লাগানো হত।  কিন্তু বর্তমানে সেই জল ব্যাবহার না হওয়ার কারণেই, তা নর্দমার দিয়ে বরাকর নদীর মধ্যে পরে। কিন্তু প্রশ্ন সেই জলের মধ্যে পড়ে রয়েছে একটি মৃত গবাদি পশু। আর এর পরেও কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট পি.এইচ.ই কর্তৃপক্ষের। পাশাপাশি কেনো ওই দূষিত জল ফেলা হচ্ছে বরাকর নদীতে তা নিয়েও নেই কোন হেলদোল।

আর এই প্রসঙ্গেই এদিন ওই সংশ্লিষ্ট পি.এইচ.ই দপ্তরের  আধিকারিক মধুসূদন মন্ডল বলেন, এই জল ওয়েস্টেজ জল। আর সেই জল নর্দমার দিয়ে বরাকর নদীতে ফেলা হচ্ছে। এতে পি.এইচ.ই দপ্তর কি করতে পারে।পাশাপাশি তিনি আরো বলেন, গবাদি পশুর ঘটনাটি তিনি এখন জেনেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা তোলার ব্যাবস্থা করা হবে।কিন্তু পি.এইচ.ই দপ্তর সংরক্ষিত স্থান হওয়ার সর্তেও কি ভাবে ওখানে গবাদি পশু প্রবেশ করে তার মৃত্যু ঘটলো তা নিয়েই উঠছে নানা প্রশ্ন।

আর এ প্রসঙ্গে ওই পি.এইচ.ই দপ্তরের এক্সিউটিভ ইঞ্জিনিয়ার পূর্নজ্যোতি রায় জানান বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দূষিত এই জল নদীতে ফেলা যাবে না। তবে পি.এইচ.ই দপ্তরের বাউন্ডারি মধ্যে কিছু জায়গায় দেওয়াল ভাঙ্গা রয়েছে। তা খুব তাড়া তাড়ি ঠিক করা হবে, যাতে ওই স্থান দিয়ে পশুরা বা বহিরাগতরা প্রবেশ করতে পারবে না।