BREAKING

Wednesday, 6 July 2022

Big Breaking: ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম


ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: আবারও ৫০ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। দাম বাড়ার পর কলকাতায় ১৪.২ কেজি গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম হল ১ হাজার ৭৯ টাকা।

প্রসঙ্গত এর আগে ৭ মে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। পরে আবার ১৯ মে সিলিন্ডার প্রতি ৩ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। এই নিয়ে গত দু'মাসে রান্নার গ্যাসের ১০৩ টাকা দাম বাড়ানো হয়েছে। ফলে রান্নার গ্যাস কিনতে এখন মধ্যবিত্তের মাথায় হাত।

এদিকে রান্নার গ্যাসের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।