BREAKING

Monday, 4 July 2022

প্রয়াত পরিচালক তরুণ মজুমদার


ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা:- আজ চলে গেলেন বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার। সোমবার সকালে কলকাতার এক হাসপাতালে প্রয়াত হন পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত কয়েক দিন ধরেই তাঁর শারিরীক অসুস্থতা তৈরি হয়েছিল বার্ধক্যজনিত নানা কারণে। আর তার পর থেকেই কলকাতার এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন তিনি। এদিকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গতকাল রাখা হয় ভেন্টিলেশনে।

কিন্তু তরুণ মজুমদারের আজ সকালেই শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়। জরুরী মেডিকেল বোর্ড গড়ার পরেও শেষ রক্ষা আর হল না। সোমবার সকাল ১১ টা ১৭ মিনিটে হাসপাতালেই মৃত্যু হয় তার।

এদিকে তরুণ মজুমদারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের সর্বক্ষেত্রে সর্বস্তরের মানুষ। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ আরো অনেকে।