BREAKING

Friday, 3 June 2022

Breaking: প্রকাশিত হলো মাধ্যমিকের ফল, প্রথম দুই জন


ডেস্ক রিপোর্ট: প্রকাশিত হল এবছর ২০২২ সালের মাধ্যমিকের ফল। আর এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৫ শতাংশ। এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।

পাশাপাশি এবছর মাধ্যমিকের ফল প্রকাশের পর জানা গেছে রাজ্যে মাধ্যমিকে প্রথম হয়েছে দুই জন। বাঁকুড়া রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়ুই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনিক মন্ডল দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩ বলে জানা গেছে। পাশাপাশি ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দুই জন। তৃতীয় স্থানাধিকারীকের প্রাপ্ত নম্বর ৬৯১ বলে জানা গেছে।

অন্যদিকে পাশের হারের নিরিখে রাজ্যের প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলার পাশের হার ৯৭.৬৩ শতাংশ বলে জানা গেছে।