ডেস্ক রিপোর্ট: রাত পোহালেই আগামীকাল শুক্রবার প্রকাশিত হবে এরাজ্যে ২০২২ সালের মাধ্যমিকের ফল প্রকাশ। আগামীকাল সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে এবছরের মাধ্যমিকের ফল ঘোষণা করবে পর্ষদ সভাপতি। আর তার পরেই সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও নিজেদের পরীক্ষার ফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা।
যে ওয়েবসাইট গুলি থেকে এবছরের মাধ্যমিকের নিজেদের ফলাফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা সেগুলি হলো। www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.schools9.com
www.jagranjosh.com
www.exametc.com
http://abpananda.abplive.in
www.vidyavision.com
www.news18bangla.com
www.anandabazar.com
Bangla.hindustantimes.com.
www.fastresult.in
www.indiaresults.com
www.results.shiksha
www.indiatoday.in/education-today
পাশাপাশি এসএমএসের মাধ্যমে মাধ্যমিকের ফল জানতে লিখতে হবে WB10<space>Roll Number তার পরে তা পাঠাতে হবে 5676750 এই নম্বরে।