ওয়েব ডেস্ক :- পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক খালেদ আবদুল্লার আকস্মিক প্রয়াণ ঘটেছে। ওনার আকস্মিক প্রয়াণে হাওড়া জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল এক শোকসভা।
আর বুধবারে অনুষ্ঠিত এই শোকসভায় উপস্থিত ছিলেন স্যার শ্যামল মিত্র (প্রাক্তন এমআইসি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন), জে.বি. মোক্তার আলী (সাধারণ সম্পাদক, রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেল), ইতেশামুদ্দিন (রাজ্য সম্পাদক, তৃণমূল সংখ্যালঘু সেল), হানিফ শেখ, হাজী সালাউদ্দিন, জেবি রিয়াজ আহমেদ, সাহারা বেগম, আবুল কাসিম, মোঃ মিনহাজউদ্দিন (সাধারণ সম্পাদক হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটি সংখ্যালঘু সেল)।
পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সমস্ত ব্লক সভাপতিরা। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক খালেদ আবদুল্লার আকস্মিক প্রয়াণে উপস্থিত প্রত্যেকেই অত্যন্ত ব্যাথিত ও মর্মাহত বলে জানান তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্বরা।