ডেস্ক রিপোর্ট: দিন দিন ক্রমশ বেড়েই চলছে পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম। কলকাতায় ইতিমধ্যে রান্নার গ্যাসের দাম ছুঁয়েছে ১০০০ টাকায়। ফলে চরম সমস্যায় পড়ছে সাধারণ মধ্যবর্তী সাধারণ মানুষ। আর ভয়াবহ সেই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে ইতিমধ্যে আন্দোলনে নেমেছে বামেরা। আর তারই অঙ্গ হিসাবে রবিবার হুগলির পাণ্ডুয়ায় প্রতিবাদ আন্দোলনে সামিল হলো সিপিআইএম।
সিপিআইএম পাণ্ডুয়া এরিয়া কমিটির উদ্যোগে শুরু হয় এক মিছিল। পরে মিছিলে অংশগ্রহণকরি বাম কর্মীরা বেশ কিছুক্ষণের জন্য পাণ্ডুয়ার শশিভূষণ সাহা হাইস্কুলের সামনে জি টি রোড অবরোধে সামিল হয়। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বলে জানা গেছে।