■মেষ রাশি■
এই রাশির জাতক জাতিকাদের আজ কর্ম প্রাপ্তির সম্ভাবনা আছে। নিজেকে কর্মে নিযুক্ত করুন, সফল মিলবে। পাশাপাশি আজ সম্প্রতি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর শরীর আজ আপনাকে কিছুটা ভাবাতে পারে।
■বৃষ রাশি■
এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। পাশাপাশি দিনটি আজ আপনাদের জন্য শুভ। স্ত্রীর সঙ্গে একান্তে কোথাও ভ্রমণের সম্ভাবনা।
■মিথুন রাশি■
এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ নিজের পরিবার পরিজনদের নিয়ে ভাবনা চিন্তা হবে। আজ আপনার শরীরও আপনাকে কিছুটা ভাবতে পারে। সন্তানের সাফল্য আজ আপনি গর্বিত হতে পারেন। পাশাপাশি কাজে মন দিন সাফল্য আসবে।
■কর্কট রাশি■
এই রাশির জাতক জাতিকাদের আজ স্বাস্থ্যের উন্নতি ঘটবে। দিনটি আপনার পরিবারের জন্য শুভ। পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যায়ের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ক্রয় বিক্রয় হতে পারে।
■সিংহ রাশি■
এই রাশির জাতক জাতিকাদের আজ অতিরিক্ত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আজ নিজে বুঝে অর্থের ব্যয় করুন। পথে বেরোলে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। নাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের শরীর আজ আপনাকে কিছুটা চিন্তায় রাখবে।
■কন্যা■
এই রাশির জাতক জাতিকাদের আজ কর্ম ক্ষেত্রে সম্মানহানির সম্ভাবনা। আজ দিনটি আপনাদের জন্য শুভ। বাড়িতে বিশেষ কোন অতিথির আগমন যা আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের সফলতা আসতে পারে।
■তুলা রাশি■
এই রাশির জাতক জাতিকাদের আজ কর্ম ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। নতুন উদ্যমে নিজেকে কর্মে নিযুক্ত করুন তাতে সাফল্য লাভ। বাড়িতে শুভ কর্ম নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি আজ আপনার অতিরিক্ত অর্থ ব্যায়ের সম্ভাবনা রয়েছে।
■বৃশ্চিক রাশি■
এই রাশির জাতক জাতিকারা আজ কিছুটা অবসাদে ভুগতে পারেন। তাই আজ নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করুন মনের অবসাদ দূর করুন। অতিরিক্ত অর্থ ব্যায় থেকে নিজেকে এড়িয়ে রাখুন। প্রেমের ক্ষেত্রে আজ আপনার দিনটি শুভ। আজ নিজের মনের মানুষের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে পারেন।
■ধনু রাশি■
এই রাশির জাতক জাতিকারা আজ নিজেদের মনকে শান্ত রেখে চলুন। দিনটি আপনাদের জন্য শুভ। পেটের সমস্যা আজ আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে।
■মকর রাশি■
এই রাশির জাতক জাতিকাদের আজ সময়টা বেশ কিছুটা নিজেদের অনুকূলললে থাকবে। নিজেদের নতুন কাজে নিযুক্ত করুন তাতে সাফল্য আসবে। অতিরিক্ত অর্থ লাভের সম্ভাবনা।
■কুম্ভ রাশি■
এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। দিনটি আজ আপনাদের জন্য শুভ। আইনি ঝামেলায় জড়াতে পারেন।
■মীন রাশি■
এই রাশির জাতক জাতিকাদের আজ বুদ্ধি বিশেষ ভাবে কাজে লাগানো প্রয়োজন। নিজের মনকে সংযত করুন। তাতে সাফল্য আসবে।