BREAKING

Friday, 18 March 2022

বদলে গেল উচ্চ মাধ্যমিকের সময় সূচী

ডেস্ক রিপোর্ট : বদলে গেল রাজ্যের হতে চলা এবছরের উচ্চ মাধ্যমিকের সময়সূচি। মূলত আগামী ১২ ই এপ্রিল রাজ্যের আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই জন্যই সময়সূচি বদল ঘটলো উচ্চ মাধ্যমিকের।

এক নজরে দেখেনিন উচ্চমাধ্যমিকের নয়া সূচি:
২ এপ্রিল: প্রথমভাষা
৪ এপ্রিল: দ্বিতীয়ভাষা
৫ এপ্রিল: ভোকেশনাল পরীক্ষা
১৬ এপ্রিল: অঙ্ক
১৮ এপ্রিল: অর্থনীতি
১৯ এপ্রিল: কম্পিউটার
২০ এপ্রিল:  কমার্শিয়াল ল
২২ এপ্রিল:  ফিজিক্স
২৩ এপ্রিল: স্ট্যাটিস্টিক্স 
২৬ এপ্রিল: কেমিস্ট্রি
২৭ এপ্রিল: বয়োলজি