BREAKING

Monday, 14 March 2022

দায়িত্ব দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে

নিজেস্ব প্রতিবেদন: আগামী ১২ ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের। আর এই দুই কেন্দ্রের উপ নির্বাচনের জন্য নিজেদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করল বিজেপি। যেখানে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির পক্ষ থেকে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। এছাড়াও ওই লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির পক্ষ থেকে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন সিংকে এমনটাই খবর সূত্রের। অন্যদিকে রাজ্যের অপর এক কেন্দ্র বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে। পাশাপাশি ওই কেন্দ্রের জন্য সহ-পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন সঞ্জয় সিং। এদিকে এই  দুই কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি। কিন্তু তার আগেই নিজেদের পর্যবেক্ষকের নাম ঘোষণা করে দিল বিজেপি।