নিজেস্ব প্রতিবেদন: আবারও কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো শনিবার। জানা গেছে শনিবার বিকালে হঠাৎই আগুন লাগে ট্যাংড়ার এক চামড়ার গুদামে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সমগ্ৰ ওই চামড়ার গুদামে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের তিনটা ইঞ্জিন। পরে এসে উপস্থিত হয় আরও তিনটি দমকলের গাড়ি।
এদিকে সূত্রের খবর আগুন নেভাতে গিয়ে আহত হয় তিনজন দমকল কর্মী। তবে ঠিক কি কারণে এই আগুন লাগলো তা ক্ষতিয়ে দেখার চেষ্টা করছে দমকলের আধিকারীরা। এদিকে আগুনের জেরে সম্পূর্ণ রূপে ভস্যিভুত হয়েছে ওই চামড়ার গুদামটি বলে সূত্রের খবর।