নিজেস্ব সংবাদদাতা, অজানা বাংলা : রাজ্যে গত কয়েক দিন ধরেই বাড়ছিল তাপমাত্রার পারদ। আর তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্টি হয়েছে এক ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের জেরে আজ অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আর সেই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাসকে সত্যি করে আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই রাজ্যের দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ।
জানা যাচ্ছে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। পাশাপাশি বৃষ্টি হচ্ছে বীরভূম, বাঁকুড়াতেও। এদিকে কলকাতা, সংলগ্ন হাওড়া ও দুই ২৪ পরগনায় বইছে ঝড়ো হাওয়া।
এদিকে এদিন সকাল থেকেই আকাশ কালো করে আসে। যা দেখে অনেকেই বলতে থাকে সকাল হতে না হতেই যেন সন্ধ্যা নেমে এলো। আর তার জেরেই রাজ্যের একাধিক জাতীয় সড়ক ও রাজ্য সড়কে হেড লাইট জেলেই যান চলাচল করতে থাকে।
এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি চলবে আগামী দুই দিন বলে জানা যাচ্ছে। ফলে বৃষ্টির জেরে মাটি হতে পারে বাঙালির ভেলেনস্টাইন ডে অর্থাৎ সরস্বতীর পূজার আনন্দ। অন্যদিকে বাগদেবীর পূজার আগের দিন এমন বৃষ্টির জেরে কিছুটা সমস্যায় পড়েছে সরস্বতী পূজা উদ্যোক্তারা।