BREAKING

Friday, 4 February 2022

Accident : পুনেতে ভেঙে পরলো নির্মীয়মান শপিং মল, আহত একাধিক


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা : নির্মীয়মান শপিং মল ভেঙে আহত হলো একাধিক। সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাতে পুণেতে আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান ওই শপিং মলের একাংশ। আর তার নিচেই চাপা পড়ে একাধিক নির্মাণকর্মী। আর এঘটনায় আহত হয়েছে বেশ কয়েক জন নির্মাণ কর্মী।

জানা যাচ্ছে ওই শপিং মলের বেসমেন্টে পার্কিংয়ের জন্য লোহার ১৬ মিলিমিটারের রড দিয়ে খাঁচা তৈরি করা হয়েছিল। আর সেই সময়ই আচমকা ওই লোহার খাঁচা কর্মরত ১০ শ্রমিকের উপর পড়ে। আর এঘটনায় বেশির ভাগ শ্রমিকের লোহার রড গিথে যায় বলে খবর। এদিকে এঘটনার জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।

এদিকে ওই শপিং মল নির্মাণকারী সংস্থার তরফে নির্মাণকার্যে যথেষ্ট সতর্কতা না নেওয়াতেই এমন দুর্ঘটনা  বলে সন্দেহ পুলিশের। ইতিমধ্যে এঘটনার তদন্তে নেমেছে পুলিশ।