BREAKING

Thursday, 3 February 2022

কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল প্রাক্তনীদের


রমিত সরকার, কৃষ্ণনগর : কোভিড পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে রাজ্যে চালু হয়েছে স্কুল কলেজে। কিন্তু তার আগের দিন গতকাল বুধবার নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ঘটে প্রধান শিক্ষক ও ভূগোল শিক্ষকের মধ্যে হাতাহাতি।

এদিকে সূত্রের খবর এঘটনার পর জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শোকস করা হয়েছে প্রধান শিক্ষক মহাশয় ডক্টর মনোরঞ্জন বিশ্বাস ও ভূগোল শিক্ষক নিমাই মজুমদারকে। এদিকে স্কুলের মধ্যে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনার বিরোধিতায় আজ পথে নামলো কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরা।

জানা গেছে আজ বৃহস্পতিবার স্কুলের সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে তারা। মূলত স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে গড়ে ওঠা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এলমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংযোতি হয় এদিনের এই ধিক্কার মিছিল।
আর এদিনের এই মিছিল থেকে অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায় তারা।পাশাপাশি জেলের ঐতিহ্যমণ্ডিত এই বিদ্যালয়ের নাম যাতে অক্ষুন্ন থাকুক তারও দাবি জানায় তারা।