BREAKING

Thursday, 3 February 2022

জগৎবল্লবপুর জালালসির মাঝে রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার


নিজেস্ব প্রতিবেদন, হাওড়া : রেল লাইন পারাপার করতে গিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটলো জাগৎবল্লবপুড়ের জালালসি রেল স্টেশনের কাছে। জানা গেছে এদিন সকালে হাওড়া - আমতা লাইনের জালালসি স্টেশনের কাছে লাইন পারাপার করছিল এক মহিলা। সেই সময় ট্রেনে ধাক্কা লাগে ওই মিহিলার। আর এর পরেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে ঘটনাস্থলে পৌছায় রেল পুলিশ। তারাই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। যদিও মৃত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি।