BREAKING

Friday, 4 February 2022

ISL- 2021 - 22 : মুম্বাই এর বিরুদ্ধে ড্র করলো এটিকে মোহনবাগান


প্রদীপ কুমার সাতরা, অজানা বাংলা : আজ মুখোমুখি হয় মুম্বাই সিটি এফসি ও এটিকে মোহনবাগান। কিন্তু জয় এলো না এদিনের ম্যাচে। জুয়ান ফেরান্দর দল এই ম্যাচে নিরাশ করলো তাদের সমর্থকদের। মুম্বাই এর বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ে মোহনবাগান। 

ম্যাচের প্রথমার্ধেই এটিকে মোহনবাগান এগিয়ে যায়। ম্যাচের ৯ মিনিটের মাথায় ডেভিড উইলিয়ামস এর করা গোলে এগিয়ে যায় সবুজ - মেরুন ব্রিগেড (১-০)। মুম্বাইকে এই গোল হজম করতে হয় নিজেদের রক্ষণের ভুলের কারণে। 

মুম্বাই তার কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করে ম্যাচে ফেরে। এই ম্যাচে একের পর এক আক্রমণ চালাতে থাকে মুম্বাই। ম্যাচের ২৪ মিনিটের মাথায় এটিকে মোহনবাগান এর অধিনায়ক প্রীতম কোটাল আত্মঘাতী গোল করে বসেন (১-১)। 

দ্বিতীয়ার্ধেও মুম্বাই দুরন্ত ফুটবল খেলে। কিন্তু আর গোল করতে পারেনি। অন্যদিকে মোহনবাগান কোচ অনেক পরিবর্তন করেও আর গোল আসেনি সবুজ - মেরুন শিবিরে। অবশেষে দুই দল ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে।