নিজেস্ব প্রতিবেদন, আজানা বাংলা : ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে গেল পুরীর জগন্নাথ দেবের মন্দির। করোনা আবহের মাঝে দীর্ঘদিন ধরে গৃহবন্দী ছিল মানুষ। আর সেই পরিস্থিতি কাটিয়ে উঠে দেশ যখন সবেমাত্র স্বাভাবিক হচ্ছিল। খুলে যাচ্ছিল একের পর এক পর্যটন কেন্দ্র গুলি। ঠিক তখনই ভারতে আছড়ে পড়ে কোভিডের তৃতীয় ঢেউ।
আর সেই তৃতীয় ঢেউয়ে আবারও বন্ধ হয়ে যায় দেশের একের পর এক পর্যটন কেন্দ্র গুলি। আর তা থেকে বাদ যায়নি ভারতের চার ধামের অন্যতম ওড়িশার পুরীর জগন্নাথ ধাম। ভক্ত সাধারণ ও দর্শনার্থীদের জন্য চলতি বছরের ১০ ই জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়।
এদিকে পুরীর সমুদ্র সৈকত ও জগন্নাথ দেবের মন্দিরের টানে সারা বছরই মানুষ ভিড় জমায় পুরিতে। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পুরীর মনরোম আবহাওয়ার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে থেকে অতিরিক্ত পর্যটক ভিড় জমায় পুরীতে।
কিন্তু চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কোভিডের কারণে বন্ধ করে দেওয়া হয় পুরীর জগন্নাথ দেবের মন্দির। তবে নিয়ন মেনে পূজা আর্চনা হয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। আর এবার দেশে কোভিডের রেশ কিছুটা হালকা হতেই দর্শনার্থী ও ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির।
জানা গেছে গত ১ লা ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষ, দর্শনার্থী ও ভক্ত সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর মন্দির খোলার এই খবরে স্বাভাবিক ভাবেই খুশি পুরী প্রেমী মানুষেরা।
তবে যেহেতু দেশ থেকে এখনো পুরোপুরি ভাবে বিদায় নেয়নি করোনা। তাই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মানতে হবে কোভিড বিধি। পড়তে হবে মাস্ক, মানতে হবে দূরত্ব বিধি এমনি খবর সূত্রের। এদিকে দীর্ঘদিন পরে মন্দির খোলায় খুশি হোটেল ব্যাবসায়ী থেকে সাধারণ ব্যাবসায়িরাও।