BREAKING

Tuesday, 1 February 2022

Union Budget 2022 : বাজেটে কী কী থাকলো দেখে নিন একনজরে


নিজস্ব প্রতিবেদন, অজানা বাংলা : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, আজ, ১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য লোকসভাতে বাজেট পেশ করলেন। অর্থমন্ত্রীর বাজেট পেশ করা শেষ হয়েছে।   

👉🏻) শুধুমাত্র ২০২২ এর জানুয়ারি মাসে জিএসটি - তে কালেকশন করা হয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা। 

👉🏻) জাতীয় করন করা হবে ৩৪০ টি এক্সপ্রেশন। 

👉🏻) 'ওয়ান নেশন, ওয়ান রেজিস্ট্রেশন' ব্যবস্থার সূচনা করা হবে 'তথ্য নথিকরণ' ব্যবস্থার সুবিধার্থে। 


👉🏻) কেন্দ্রীয় অর্থমন্ত্রী করদাতাদের ধন্যবাদ জানিয়েছেন বাজেট পেশ করার সময়। 

👉🏻) সরলীকরণ করা হবে 'কর ব্যবস্থা'কে। 

👉🏻) 'সিঙ্গল উইন্ডো সিস্টেম' চালু করা হবে ব্যবসার উন্নতির স্বার্থে। 

👉🏻) বিশেষভাবে সক্ষমদের জন্য করে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। 


👉🏻) ১ লক্ষ কোটি টাকা সাহায্য প্রদান করা হবে রাজ্যগুলিকে। 

👉🏻) ১৮ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হলো কো - অপারেটিভ ট্যাক্স। 
 

👉🏻) ৪ শতাংশ ধার অনুমোদন করা হয়েছে রাজ্যগুলিকে, স্টেট ডোমেস্টিক প্রডাক্টের। 

👉🏻) এই অর্থ বর্ষে কার্যকরী মূলধনী ব্যয় হিসাবে ধরা হয়েছে আনুমানিক ১০.৬৮ লক্ষ কোটি টাকা। 

👉🏻) 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' আনবে 'ডিজিটাল মুদ্রা'।