নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: দেশ জুড়ে নতুন শ্রম আইন বাতিল, সব বেকারের হাতে কাজ। দ্রব্যমূল্য বৃদ্ধির দাম কমানো, শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামী ২৩ শে ও ২৪ শে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০ টি ট্রেড ইউনিয়ন সুমুহু। আর সেই ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যে প্রচারে নেমেছে বাম কর্মী সমর্থকেরা।
আর সেই সাধারণ ধর্মঘটের সমর্থনে বাউড়িয়ার নর্থ মিল চত্বরে চোখে পড়লো বামেদের দেওয়াল লিখন। যেখানে দেওয়াল লিখনের মাধ্যমে তাদের এই ধর্মঘটকে সমর্থনের জন্য আহ্বান জানিয়েছে বাম কর্মীরা। শুধু তাই নয় ইতিমধ্যে ধর্মঘটের সমর্থনে বাউড়িয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের নিয়ে বৈঠক করেছে বাম কর্মীরা বলে সূত্রের খবর।