নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: তৃতীয় বারের জন্য বাজেট পেশ করছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এদিন বাজেট পেশ করতে গিয়ে তিনি জানিয়েছেন, গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর দেওয়া হবে। পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আইন বদলে নতুন আইন আনা হবে। অন্যদিকে ২০২৫-এর মধ্যে দেশের সব গ্রামে অপটিক্যাল ফাইবার লাগানো হবে। আইআরডিএর মাধ্যমে আনা হচ্ছে নতুন বিমা বন্ড। সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ। বিভিন্ন ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য এবার চালু হবে ই-বিল।
দেশের টেলিকম পরিষেবাকে নয়া উচ্চতায় পৌঁছে দিতে ফাইভ জি পরিষেবা চালু হতে চলেছে দেশে। বাজেট পেশ করতে গিয়ে এমনি জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি দেশের প্রান্তিক অঞ্চলে ব্রডব্র্যান্ড পরিষেবায় জোর দেওয়াই সরকারের লক্ষ্য বলে বাজেট পেশের সময় জানালেন সীতারমন। ডিজিটালাইজেশনের উদ্দেশেই এই পদক্ষেপ বলে তিনি জানালেন। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার বসানো হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।