BREAKING

Sunday, 6 February 2022

Lata Mangeshkar Update : অবস্থার অবনতি লতা মঙ্গেশকরের


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: কোভিড আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবাদ প্রতিম সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। এদিকে জানা যাচ্চে নতুন করে আবারও অবস্থার অবনতি হয়েছে প্রবাদ প্রতিম সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের।

জানা গেছে শনিবার থেকে আবারও অবস্থার অবনতি হয়েছে ওনার। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে এই প্রবাদপ্রতিম গায়িকাকে। চিকিৎসকেদের একটি দল সর্বক্ষণ নজর রাখছেন তার শারীরিক অবস্থার দিকে।

এদিনের রাতেই মুম্বাইয়ের ওই হাসপাতালে দিদিকে দেখতে যান বোন আশা, যান উদ্ধভ ঠাকুরের স্ত্রী রেশমি ঠাকুর ছাড়াও একাধিক বিশিষ্ট জনেরা। তারা কথা বলেন, চিকিৎসকেরদের সঙ্গে। খোঁজ নেন তার শারীরিক অবস্থার।

তবে চিকিৎসায় সারা দিচ্ছেন প্রবাদ প্রতিম এই গায়িকা। এমনটাই খবর সূত্রের। প্রসঙ্গত গত ৯ ই জানুয়ারি থেকে মুম্বাইয়ের  ওই হাসপাতালে করোনার পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। আর তার পর থেকেই সেখানেই চিকিৎসা চলছে ৯২ বছর বয়সী প্রবাদ প্রতিম গায়িকা লতা মঙ্গেশকরের।

এদিকে আবারও লতা মঙ্গেশকরের অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন লতার সুরে মুগ্ধ দেশের আপমোর সাধারণ মানুষ।