BREAKING

Friday, 4 February 2022

Trinomul congress Candidate List Uluberia : উলুবেরিয়া পৌরসভার জন্য প্রাথী তালিকা প্রকাশ করলো তৃণমূল


নিজেস্ব প্রতিবেদন, উলুবেরিয়া : আজ বৃহস্পতিবার রাজ্যের ১০৭ পৌরসভার জন্য নিজেদের প্রাথী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই  তালিকায় রয়েছে উলুবেরিয়া পৌরসভার নামও। যেখানে পৌরসভার ৩২ টি ওয়ার্ডের জন্য নিজেদের প্রাথী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।

যেখানে পুরনোদের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে নতুনদেরও। আর এক নজরে দেখে নিন উলুবেরিয়া পৌরসভার জন্য তৃণমূল কংগ্রেসের প্রকাশিত সেই প্রাথী তালিকা।