BREAKING

Sunday, 6 February 2022

BIG BREAKING : প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: সারা দেশ জুড়ে শোকের ছায়া প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এই খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শোকের ছায়া। লতার প্রয়াণে শোকস্তব্ধ আসমুদ্র হিমাচল। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকালে প্রয়াত হন কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর।

জানা যাচ্ছে রবিবার সকাল ৮.১২ মিনিট নাগাদ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মাল্টি অর্গান ফেলিউর হয়ে মৃত্যু হয় তার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

প্রসঙ্গত করোনা ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ৯ ই জানুয়ারি মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি হন তিনি। আর এর পর প্রায় এক মাস যাবৎ মুম্বই-এর ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কিন্তু শনিবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়া হয় কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরকে। আর সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উৎকণ্ঠা বাড়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে।

আর এর পরেই রবিবার সকালে ৯২ বছর বয়সে চলে গেলেন তিনি। মাতৃহারা হল গোটা ভারত, অপূরণীয় ক্ষতি দেশের। আমরা অজানা বাংলা নিউসের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করি।